প্রধানমন্ত্রীকে আইটিইউ পুরস্কার হস্তান্তর

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৬

জাগরণীয়া ডেস্ক

বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের পাওয়া আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ‘রিকগনিশন অব এক্সিলেন্স’ পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (১২ ডিসেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রধানমন্ত্রীর হাতে পুরস্কারটি তুলে দেন। প্রধানমন্ত্রী উক্ত বৈঠকের সভাপতিত্ব করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার হস্তান্তরের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গত ১৩ থেকে ১৭ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড, ২০১৬’ এ অংশগ্রহণ করেন। আইটিইউ টেলিকম ওয়ার্ল্ডের প্রদশর্নীতে বাংলাদেশ প্রথমবারের মতো ন্যাশনাল প্যাভিলিয়ন স্থাপন করে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিসহ সামাজিক খাতে সরকারের সাফল্য ও উদ্যোগ বিশ্বের সামনে তুলে ধরে।

টেলিকম ওয়ার্ল্ডে আর্থ-সামাজিক প্রভাব বিবেচনা করে বঙ্গবন্ধু উৎক্ষেপণ প্রকল্পকে স্বীকৃতি দিয়ে আইটিইউ’র পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আইটিইউ’র মহাসচিবের কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সরকার ২০১৭ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের সময় নির্ধারণ করেছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত