২৭ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৭, ১৩:০২

জাগরণীয়া ডেস্ক
মেরি ওলস্টোনক্রাফট, অষ্টাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা

২৭ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার। ১৪ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৭ তম (অধিবর্ষে ১১৮ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫২৬- মুঘল সম্রাট বাবর দিল্লির সুলতানকে পরাজিত করেন।
১৫৬৫- ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ ‘সেবু’ স্থাপিত হয়।
১৬৬৭- অন্ধ এবং দরিদ্র ইংরেজ কবি জন মিলটন তার প্যারাডাইজ লস্ট কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রয় করেন।
১৯৭২- অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে।
১৯৮৯- বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫০০ মানুষ নিহত হয়।

জন্ম
১৭৫৯ - মেরি ওলস্টোনক্রাফট, অষ্টাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
১৭৯১ - স্যামুয়েল মোর্স, মার্কিন উদ্ভাবক।
১৮২০ - হার্বার্ট স্পেনসার ইংরেজ দার্শনিক।
১৮২২ - ইউলিসিস এস. গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।

মৃত্যু
১৯৬২ - এ. কে. ফজলুল হক, বাঙালি রাজনীতিবিদ।
১৯৭২ - কোয়ামে নক্রুমা, ঘানার রাজনীতিবিদ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত