আকাশে বাংলাদেশের প্রথম সামরিক নারী বৈমানিক তামান্না-ই-লুৎফি

প্রকাশ : ২১ মে ২০১৬, ১৭:৪৫

জাগরণীয়া ডেস্ক

দেশের প্রথম সামরিক নারী বৈমানিক হিসেবে আকাশে উড়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর তামান্না-ই-লুৎফি।

বাংলাদেশ বিমান বাহিনীতে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ১৮ নং স্কোয়াড্রনে প্রথমবারের মত হেলিকপ্টার উড্ডয়ন প্রশিক্ষণ শুরু করেন দুইজন নারী বৈমানিক- নাইমা হক এবং পাইলট অফিসার তামান্না-ই-লুৎফি। বেল-২০৬ হেলিকপ্টারে বেসিক কনভার্সন কোর্সের জন্য নির্বাচিত হন তারা। এই দুই নারী কর্মকর্তা এখন ঐ স্কোয়াড্রনের অধীনে উড্ডয়ন প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োজিত আছেন।

প্রশিক্ষণের প্রথম ধাপ সফলতার সঙ্গে শেষ করে হেলিকপ্টার উড্ডয়েনর সুযোগ করে নেন লুৎফি। তামান্না একা বেল-২০৬ মডেলের একটি হেলিকপ্টার সফলভাবে আকাশে ওড়ানোর মাধ্যমে নতুন মাইলফলক স্থাপন করেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের বেশ কয়েকজন নারী বৈমানিক বেসামরিক বিমান চালানোর অনুমতি পেয়েছেন। ১৯৭৭ সালে বাংলাদেশের প্রথম নারী বৈমানিক হিসেবে বিমান চালানোর অনুমতি পান সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা।

১৯৮৪ সালে বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ থাকায় শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে একটি ফকার বিমান অবতরণ করাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান পাইলট কানিজসহ ঐ বিমানের ৪৫ জন যাত্রী ও চারজন ক্রু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত