বন্যায় ডুবে গেছে জয়পুরহাটের ২৫ গ্রাম

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৭, ২২:১৭

জাগরণীয়া ডেস্ক

জয়পুরহাটের নিম্নাঞ্চলে প্রতিনিয়ত পানি বেড়ে বিভিন্ন গ্রামে বন্যা দেখা দিয়েছে। জেলার কালিতলা বাঁধ ভেঙে যাওয়ায় আরও বন্যার আশঙ্কাও রয়েছে।

জেলা প্রশাসক মোকাম্মেল হক জানিয়েছেন, ক্ষেতলাল, পাঁচবিবি, আক্কেলপুর ও সদর উপজেলায় দুই-তিন দিন ধরে পানি বাড়ছে। এসব উপজেলার ১০টি ইউনিয়নের কমপক্ষে ২৫টি গ্রামে বন্যার পানি ঢুকেছে।

জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল বলেছেন, এসব এলাকায় পাঁচ শতাধিক পুকুর ভেসে গেছে। এসব পুকুর থেকে প্রায় পাঁচ কোটি টাকার মাছ পাওয়ার কথা ছিল।

এদিকে জয়পুরহাট-বগুড়া সড়কেও পানি উঠে যাওয়ায় দেশের সঙ্গে যোগাযোগ কিছুটা ব্যঘাত হচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বটতলি থেকে পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটার সড়কে দুই থেকে তিন ফুট পানির নিচে ডুবে গেছে। সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকায়ও দেড়-দুই ফুট পানি উঠেছে। 

জেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মারজান হোসেন জানান, ধারকী এলাকায় তুলসীগঙ্গা নদীর কালিতলা বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে আরও কিছু এলাকা প্লাবিত হওয়ার আশংকা আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত