শুভ জন্মদিন ফাহমিদা নবী

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৭, ১৩:১০

জাগরণীয়া ডেস্ক

খ্যাতিমান সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন আজ। জনপ্রিয় এই শিল্পী বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন। তবে আজ দুটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানেও ছিলেন তিনি। সকাল ৮টা ০৫ মিনিটে এনটিভির ‘আজ সকালের গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। পাশাপাশি অনন্যা রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে দুপুর ১২টা ৩০ মিনিটে উপস্থিত ছিলেন। এ দুটো অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কথা বলেন ফাহমিদা নবী।

প্রখ্যাত সঙ্গীতশিল্পী মাহমুদ উন নবীর মেয়ে ফাহমিদা নবী। তার আরেক বোন সামিনা চৌধুরীও দেশের নন্দিত সঙ্গীতশিল্পী। ফাহমিদা নবী ১৯৭৯ সালে তার গায়িকা জীবন শুরু করেন এবং তিন যুগ ধরে সাফল্যের সঙ্গেই গান গেয়ে চলেছেন।

তিনি উপমহাদেশীয় আধুনিক এবং ক্ল্যাসিকাল গান গেয়ে থাকেন। এছাড়া তিনি রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীতও সমান পারদর্শী। ২০১১ সালে তিনি সেলিম আল দীনের লেখা ১০টি গান নিয়ে অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া ২০০৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে যৌথভাবে প্রকাশ করেন অ্যালবাম ‘এক মুঠো গান-১’। ২০১০ সালের ভালবাসা দিবসে প্রকাশ হয় তার দ্বিতীয় অ্যালবাম ‘এক মুঠো গান-২’।

এনামুল করিম নির্ঝর পরিচালিত ‘আহা!’ চলচ্চিত্রে ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানটিতে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও তিনি চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০০৮) ও মেরিল-প্রথম আলো পুরস্কার (২০০৯) লাভ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত