কবিতা

আজ যারা কারাগারে, জয় হবে তাদেরই

প্রকাশ : ২৮ মে ২০১৭, ২১:৫২

আহসান হাবিব

জলকামান থেকে তীব্র বেগে ধেয়ে এলো
জল, লাল রঙের, মরিচের গুঁড়া মিশ্রিত,
ছুটে এলো রাবার বুলেট,
টিয়ার শেল থেকে নির্গত ধোঁয়ায় আচ্ছন্ন হলো 
সারা রাজপথ,
মিছিলে প্রতিবাদকারীদের চোখ থেকে 
নির্গত হলো জল,
সমস্ত শরীর জ্বলতে শুরু করলো অসহ্য যন্ত্রণায়,
শ্বাসকষ্টে দম বন্ধ হয়ে আসতে চাইলো, 
তখনও শ্লোগান চলছে- 'ভাস্কর্য অপসারণ মানি না',
'সাম্প্রদায়িকতা নিপাত যাক',
নেমে এলো পুলিশের বেধড়ক লাঠি চার্জ,
ছত্রভঙ্গ হয়ে পড়লো মিছিল,
গ্রেফতার করা হলো অকুতোভয় যুবকদের,
অসংখ্য আহত হলো, কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে রইলো পথে,
হাসপাতাল নিয়ে ছুটে যেতে দেখলাম অনেককে... 

কারা ছিল এই মিছিলে ?
ছিল ছাত্র যুবক মেহনতি মানুষ,
একটাই দাবি- এদেশকে ধর্মান্ধদের হাতে তুলে দেয়া যাবে না,
এদেশকে পিছনের দিকে যারা নিয়ে যেতে চায়,
তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে,
মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সাথে আঁতাত চলবে না,
এই রাষ্ট্রের গায়ে যারা লেপে দিতে চায় ধর্মের কাদা,
তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে... 

রাষ্ট্রের গদিতে আসীন যারা
তারা এইসব অপশক্তির সাথে হাত মিলিয়েছে,
মুক্তিযুদ্ধের সমস্ত চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে,
ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা মেতে উঠেছে 
নির্লজ্জ নিপীড়নে,
৪৭ সাল থেকে এ যাবত বাঙালির যাবতীয় অর্জন ধুলায় 
লুটিয়ে দিয়েছে,
একদা পরাজিত শক্তি আজ রাষ্ট্রের আদর্শ নিয়ে খেলায় মেতে উঠেছে... 

কাদের কারাগারের অন্ধ প্রকোষ্ঠে পূরে দিয়েছে এই রাষ্ট্র ?
যারা দেশপ্রেমিক,
যারা অসাম্প্রদায়িক,
যারা প্রগতিশীল,
যারা মুক্তিযুদ্ধের চেতনা বহনকারী,
ধর্মান্ধতার বিরুদ্ধে যারা অতন্দ্র প্রহরী,
যারা মানুষের স্বাধীনতা এবং মুক্তির জন্য সংগ্রাম করে,
যারা শোষকের বিরুদ্ধে লড়াই করে... 

আর কাদের বুকে টেনে নিয়েছে এই রাষ্ট্র ?
টেনে নিয়েছে ধর্মান্ধ সাম্প্রদায়িক 
৭১ এ পরাজিত প্রতিক্রিয়াশীল চক্রকে,
যারা হত্যা করেছে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের,
যারা সম্ভ্রম লুটেছে লক্ষ লক্ষ মায়েদের,
বাড়িঘর পুড়িয়ে দিয়েছে,
উদ্বাস্তু করেছে কোটি কোটি মানুষদের ! 

এই রাষ্ট্র ভুলে গেছে আমাদের বীরদের আত্মদান,
ভুলে গেছে শেখ মুজিবের সাত মার্চের ভাষণ,
ভুলে গেছে নয়মাসের দীর্ঘ সংগ্রাম,
ভুলে গেছে তাজউদ্দীনকে,
সৈয়দ নজরুল, কামারুজ্জমান, ক্যাপ্টেন মনসুর আলীকে, 
ভুলে গেছে সাত বীর শ্রেষ্ঠকে,
ভুলে গেছে অগণিত বীর শহীদ মুক্তিযোদ্ধাদের,
শহীদ পরিবারের দুঃসহ যন্ত্রণা এরা ভুলে গেছে ! 

কেন আজ ঐ পরাজিত শক্তির বিরুদ্ধে লড়তে হয়,
কেন রক্ত দিতে হয়,
কেন কারাগারে যেতে হয়,
কেন মানুষের সৃষ্টিকে ধুলায় মিশিয়ে দেয়া হয়,
কেন স্বাধীনতার বিনিময়ে পাওয়া 
কবিতা, গান সংগীতকে মুছে ফেলা হয়,
কেন ঐ অপশক্তিকে কাছে টেনে 
মুক্তিকামী ছাত্র জনতাকে হত্যা করা হয়,
কেন তাদের কারাগারে যেতে হয়,
নির্যাতন সহ্য করতে হয় ? 

কেউ কি কখনো শুনেছে
প্রগতিশীলতা পরাজিত হয়েছে কোথাও ?
কেউ কি কখনো দেখেছে সাম্প্রদায়িকতার জয় হয়েছে কোথাও ?
এখানেও হবে না পরাজয়,
ক্ষমতার অন্ধ মোহে যারা আজ মেতে উঠেছে 
প্রকৃত দেশপ্রেমিক সন্তানদের নির্যাতনে,
ইতিহাসের আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হবেই তারা... 

আজ যারা নিগৃহীত,
জয় হবে তাদেরই...

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত