রাওদার ভিসেরা ও এক্স-রে রিপোর্টের অপেক্ষায় বোর্ড

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৭, ১৬:৪৭

জাগরণীয়া ডেস্ক

ঢাকার পরীক্ষাগার থেকে মডেল রাওদার ভিসেরা এবং এক্সরে প্রতিবেদনের অপেক্ষায় আছেন চিকিৎসকরা। মডেল রাউধার দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ডের প্রধান সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল চৌধুরী মডেল দ্বিতীয়বারের মতো ময়নাতদন্তের পরে একথা বলেন।

২৪ এপ্রিল (সোমবার) রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী ও মালদ্বীপের মডেল রাওদা আতিফের দ্বিতীয় দফা ময়না তদন্তশেষে মরদেহ ফের দাফন করা হয়েছে।

অধ্যাপক আমিরুল হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মরদেহ কিছুটা ডিকম্পোজড (গলিত), অবস্থায় আমরা পেয়েছি। দেহ পরীক্ষা করে যা পেয়েছি ময়নাতদন্ত প্রতিবেদনে তা বিস্তারিত লিখেছি। কিছু সফট টিস্যু, কিছু হাড়, কিছু ভিসেরা সংরক্ষণ করেছি। ‘দেহের এক্সরে করা হয়েছে। এগুলোর প্রতিবেদন এলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত এসব পরীক্ষার প্রতিবেদন না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মতামত দেব না। সফট টিস্যুর বেশির ভাগই গলিত ছিল।’ রাওদার বাবার দাবি অনুযায়ী গলায় অন্যকোনো দাগ ছিল কি না– জানতে চাইলে তিনি বলেন, ‘দেহ অর্ধগলিত ছিল, তাই ওইভাবে কিছু বোঝা যায়নি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত