রাজশাহীর ‘ব্লক রেইড’ সমাপ্ত

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৭, ১৪:৪৪

জাগরণীয়া ডেস্ক

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘ব্লক রেইড’ শেষ হয়েছে। অভিযান শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকা ছেড়ে চলে যায়। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি, কোনো কিছু জব্দও করা হয়নি।

এর আগে ২৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য চারদিক থেকে প্রায় এক কিলোমিটার এলাকা ঘিরে ফেলে। এরপর প্রায় প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ঘিরে রাখা এলাকায় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ঘিরে রাখা মহল্লার ভেতর থেকে কাউকে বের হতে কিংবা বাইরে থেকে কাউকে ভেতরেও ঢুকতে দেওয়া হয়নি।

সন্ধ্যায় অভিযান শেষে চলে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমিশনার আমীর জাফর। তিনি বলেন, ‘বিভিন্ন সময় আমরা ‘ব্লক রেইড’ করে থাকি। এটি বিশেষ অভিযানের একটি অংশ। আজকের মতো অভিযান এখানেই শেষ।’

এটি জঙ্গিবিরোধী অভিযান কী না, জানতে চাইলে তিনি বলেন, ‘ওইভাবে স্পষ্ট করে কিছু বলবো না। তবে আমাদের কাছে কিছু তথ্য ছিল। আমরা সেগুলো যাচাই-বাছাই করে মিলিয়ে দেখলাম। এ অভিযানে কাউকে আটক করা হয়নি, কিছু উদ্ধারও হয়নি।’

অভিযানে অন্য কোনো বাহিনী যোগ দিয়েছিল কী না, এমন প্রশ্নে আমীর জাফর বলেন, আমরা এককভাবেই অভিযানটা করেছি। অন্য কোনো বাহিনী যদি এসে থাকে, হয়তোবা তাদের প্রয়োজনে এসে থাকতে পারে। অন্য বাহিনী কাউকে আটক করলে তারা আমাদের জানাবে।’

এর আগে দুপুর পৌনে ১টার দিকে ঘিরে রাখা এলাকা থেকে বেরিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানিয়েছিলেন, পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম ও সোয়াত টিমের সদস্যরাও অভিযানে অংশ নিয়েছেন। যদিও আরএমপির মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি অস্বীকার করেছিলেন।

২৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানের সময় হড়গ্রাম এলাকায় প্রবেশের সবগুলো পথের সামনে অবস্থান নেয় পুলিশ। এতে চরম উৎকণ্ঠায় পড়েন এলাকার বাসিন্দারা। তবে সন্ধ্যায় অভিযান শেষের মধ্যে দিয়ে তাদের এই উৎকণ্ঠার অবসান হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত