খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা স্থগিত

প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১৬:৩০

জাগরণীয়া ডেস্ক

৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মামলাটি বর্তমানে সিনিয়র মহানগর দায়রা জজ আদালতে রয়েছে।

বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এন এন বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন বলে জানিয়েছেন খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। 

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দণ্ডবিধির ১২৩(ক)/১২৪(ক)/৫০৫ ধারায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ। তিনি ।

প্রসঙ্গত, এর আগে গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত