কিশোরী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০১৭, ১৬:৪২

জাগরণীয়া ডেস্ক

২২ বছর আগে এক কিশোরীকে হত্যার দায়ে রংপুরে এক আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত শফিউদ্দিনের বাড়ি মিঠাপুকুর উপজেলার খামারকুর্শা গ্রামে। তবে সে এখনো পলাতক। একই ঘটনায় ওই কিশোরীর চাচিকে কুপিয়ে হত্যার চেষ্টা করায় শফিউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। আসামি ওই জরিমানা না দিলে তাকে আরও একবছর কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মামলার নথিতে অভিযোগ করা হয়, জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯৫ সালের ১২ জুলাই আসামি শফিউদ্দিন খামারকুর্শা গ্রামের সোলেমান মিয়াকে হত্যা করতে তার বাড়িতে যান। সোলেমানকে না পেয়ে তার বড়ভাই আমিন মিয়ার মেয়ে ১৩ বছর বয়সী আম্বিয়া খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। এ সময় আম্বিয়াকে বাঁচাতে সোলেমানের স্ত্রী আছেমা খাতুন এগিয়ে গেলে শফিউদ্দিন তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

ওই রাতেই শফিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন সোলেয়মান মিয়া।

তদন্ত শেষে ১৯৯৬ সালের ১৯ জুলাই কেবল শফিউদ্দিনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মিঠাপুকুর থানার এসআই মফিজ উদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত