সুরঞ্জিতের আসনে আ. লীগের প্রার্থী জয়া সেন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৬

জাগরণীয়া ডেস্ক

সংবিধান প্রণেতা ও সদ্য প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শূন্য আসনের উপনির্বাচনে তাঁর স্ত্রী জয়া সেনগুপ্তকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। 

রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুরঞ্জিত সেনগুপ্তের আসনে উপনির্বাচনে জয়া সেনগুপ্তকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। 

এর আগে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত মায়ের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। এ আসনে ভোট হবে ৩০ মার্চ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত