সিপিবি নবাবগঞ্জ উপজেলা সম্মেলন সম্পন্ন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ০০:৫১

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকার নবাবগঞ্জ উপজেলা সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদের হত্যালীলা সাম্রাজ্যবাদের নীল নকশা, গণতন্ত্রহীনতা ও লুটপাটতন্ত্র জাতিকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

৬ সেপ্টেম্বর সকালে নবাবগঞ্জ শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন।

আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, ঢাকা কমিটির সদস্য আবিদ হোসেন, মোবারক হোসেন ঝন্টু। সম্মেলনে সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীবৃন্দ।

সম্মেলনের উদ্বোধনী সমাবেশে নেতৃবৃন্দ গরীব মানুষদের রেশনের মাধ্যমে ৫ টাকা কেজি দরে চালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণের দাবী জানান। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অব্যবস্থাপনার কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বিনামূল্যে ঔষধ, ডাক্তার ও নার্সদের উপস্থিতি নিশ্চিতের দাবী করেন। সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবী জানিয়ে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প থাকলেও সুন্দরবনের কোনো বিকল্প নেই।

সমাবেশ শেষে লাল পতাকার মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত