জি-৭ সম্মেলনে শেখ হাসিনাকে ট্রুডোর আমন্ত্রণ

প্রকাশ : ০৩ জুন ২০১৮, ২২:০১

জাগরণীয়া ডেস্ক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কুইবেকে অনুষ্ঠেয় জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে ২০১৬ সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে ইসেশিমায় অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনের আউটরিচে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩ জুন (রবিবার) ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘জীবনের জন্য অপরিহার্য সমৃদ্ধ মহাসাগর, সাগর ও উপকূল’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৯ জুন কানাডায় জি-সেভেন সম্মেলনের আউটরিচ সেশন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। এতে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্র প্রধান ও বেশ কয়েকটি দেশের আন্তর্জাতিক সংস্থার প্রধান আমন্ত্রণ জানানো হয়েছে।

কানাডা ছাড়া জি-সেভেনের বাকি ছয় সদস্য দেশ হল- ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত