ভোলায় স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনার মূল আসামি গ্রেপ্তার

প্রকাশ : ২৬ মে ২০১৮, ১৬:৫৪

জাগরণীয়া ডেস্ক

ভোলায় এক স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলার ১১ দিন পর মূল আসামি মহব্বত হোসেন অপুকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

২৬ মে (শনিবার) ভোরে সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। অপু স্থানীয় মানিক হাওলাদের ছেলে। তিনি ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। পুলিশের জিজ্ঞাসাবাদে এসিড নিক্ষেপের দায় স্বীকার করেছে সে।

দুপুরের দিকে ভোলার পুলিশ সুপার (এসপি) মো. মোকতার হোসেন এক সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐ স্কুলছাত্রীর সাথে প্রেমে জড়িয়ে পড়ে অভিযুক্ত অপু। কিন্তু ঐ ছাত্রীর আগেও প্রেমের সম্পর্ক ছিল এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়ে সে ঐ ছাত্রীকে এসিড নিক্ষেপ করে।

উল্লেখ্য, গত ১৪ মে গভীর রাতে নিজ করে ঘুমন্ত অবস্থায় ঐ স্কুলছাত্রী ও তার বোন এসিড সন্ত্রাসের শিকার হন। এসিড নিক্ষেপের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৪(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত