৩ হাজার স্কুল উন্নয়ন করবে সরকার

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ০১:১৮

জাগরণীয়া ডেস্ক

দেশের তিন হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আসবাব সরবরাহ করবে সরকার।

১৬ জানুয়ারি (মঙ্গলবার) এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন পেয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের এ প্রকল্পে ব্যয় হবে ১০ হাজার ৬৪৯ কোটি টাকা, যার পুরোটাই খরচ করবে সরকার। একনেক সভায় মোট ১৮ হাজার ৪৮২ কোটি টাকা ব্যয়ের ১৪টি প্রকল্প অনুমোদন পেয়েছে।

এছাড়া বন্যাপ্রবণ ও নদী ভাঙন কবলিত এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র উন্নয়ন প্রকল্প এবং বৃহত্তর চট্টগ্রাম গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে একনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত