মৌলভীবাজারের ৫ যুদ্ধাপরাধীর রায় যেকোনো দিন

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৭, ০৩:০৩

জাগরণীয়া ডেস্ক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের সামছুল হোসেন তরফদারসহ ৫ আসামির বিরুদ্ধে যেকোনো দিন (সিএভি) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০ নভেম্বর (সোমবার) এ মামলার যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রেখে আদেশ দেন।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ ও আটকে রেখে নির্যাতনের অপরাধের অভিযুক্ত মৌলভীবাজারের এই ৫ আসামি হলেন সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী, মোবারক মিয়া, ইউনুছ আহমদ ও ওজায়ের আহমদ চৌধুরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত