সাতক্ষীরায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৭, ১৩:০৭

জাগরণীয়া ডেস্ক

সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ দলিত পরিষদের উদ্যোগে ২৩ অক্টোবর (সোমবার) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়। 

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, জমি দখলের বিষয়কে কেন্দ্র করে গত ১৩ অক্টোবর (শুক্রবার) সকালে পাশের মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গেলে এক ভ্যান চালকের স্ত্রীকে (২৭) বিবস্ত্র করে দু’পা ও হাত গাছের সঙ্গে বেঁধে ধর্ষণের চেষ্টা চালানো হয়। পরে ব্যর্থ হয়ে তার মাথার চুল কেটে নেয়। এ ঘটনায় পুলিশ প্রধান আসামি জামায়াত কর্মী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করলেও অন্যরা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। এছাড়া দেলোয়ারকে গ্রেপ্তার করায় ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে একঘরে করে রাখা হয়েছে বলে দাবি করেন বক্তরা। 

মানববন্ধন শেষে চুপড়িয়ায় দলিত জনগোষ্ঠীর ওই নারী সদস্যকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ, ঘটনার সঙ্গে জড়িতদের  দৃষ্টান্তমূলক শাস্তি ও সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার নিরাপত্তা  বিধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত