ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৭, ১১:০৫

জাগরণীয়া ডেস্ক

ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৩ অক্টোবর (সোমবার) বেলা সোয়া ১১টায় বারিধারায় এ কমপ্লেক্সের উদ্বোধন করেন বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর, বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক প্রমুখ।

চ্যান্সারি ভবনের উদ্বোধন ১-৩ বারিধারা পার্ক রোডে প্রায় ৫ একর জায়গা নিয়ে তৈরি এ চ্যান্সারি কমপ্লেক্স। ১৯৯৩ সালে এ কমপ্লেক্সের জন্য জায়গা বরাদ্দ পায় ভারত। ২০১৬ সালের অক্টোবর মাস থেকে অনানুষ্ঠানিকভাবে চ্যান্সারি ব্লকে কাজ শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি।

এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে- চ্যান্সারি ব্লক, হাইকমিশনারের বাসভবন, স্পোটর্স কমপ্লেক্স, রিক্রিয়েশন হল, বাগান প্রভৃতি।

ঢাকার তত্ত্বাবধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করেছে।ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনচ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন শেষে বাংলাদেশে ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এগুলো হলো- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পানি শোধনাগার প্ল্যান্ট, ৩৬টি কমিউনিটি ক্লিনিক, সাভারে পাঁচতলা বিশিষ্ট বৃদ্ধাশ্রম, আর কে মিশনে শিক্ষার্থীদের জন্য বিবেকানন্দ ভবন, ইস্কন সিলেটে পাঁচতলা ভবন, রামকৃষ্ণ মিশন ময়মনসিংহ ভবন, চট্টগ্রামের বাঁশখালীতে ১৫০ গভীর নলকূপ স্থাপন, চাঁদপুরের ফারাক্কাবাদ ডিগ্রি কলেজে মহাত্মা গান্ধী ভবন ছাড়াও কয়েকটি স্কুলে কম্পিউটার ও খেলার সামগ্রী বিতরণ কার্যক্রম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত