ময়মনসিংহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৭, ১৭:২৫

জাগরণীয়া ডেস্ক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্ত্রী পারুল আক্তারকে হত্যার ঘটনায় স্বামী আমিনুল হক খোকনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

১৫ অক্টোবর (রবিবার) দুপুর আড়াইটায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল  কবির এ রায় দেন। একই আদালতের বেঞ্চ সহকারী মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ সময় আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১২ জুন ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগি ইউনিয়নের ঝিগালতলা গ্রামে পারিবারিক  কলহের জের ধরে স্ত্রী পারুল আক্তারকে হত্যা করে স্বামী আমিনুল হক খোকন। পরে খোকনের বাবা ফখরুদ্দিন বাদী হয়ে  সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরে পুলিশ খোকনকে গ্রেপ্তার করে। সেই সময় থেকে খোকন কারাগারেই ছিলেন।

এরপর দীর্ঘ শুনানি শেষে রবিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল  কবি আসামি খোকনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত