শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৫

জাগরণীয়া ডেস্ক

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরায় কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসিরউল্লাহর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত ৯ আগস্ট পৃথক দু’টি আদেশে ও একই বেঞ্চ গত ২৩ আগস্ট অপর এক আদেশে তিনটি মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ- ২য় আদালত ও মুখ্য বিচারিক হাকিমের আদালতে ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এই ধার্য দিনের উপস্থাপন করা হয়।

মামলার অভিযোগ, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। 

হামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাথী ও সাংবাদিকসহ কমপক্ষে ১২-১৩ জন দলীয় নেতা কর্মী আহত হয়। এ ঘটনায় থানা মামলা না নেওয়ায় ২ সেপ্টেম্বর কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন বাদি হয়ে সাতক্ষীরা নালিশী আদালতে মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত