জয়পুরহাটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৭, ২৩:১০

জাগরণীয়া ডেস্ক

জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার মাদারতলী ঘাট এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০ মিটার ভেঙে গেছে। এতে নতুন করে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জয়পুরহাট পানি উন্নয়ন বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম নজমুল হক বলেন, যদি বাঁধটি পুরোপুরি মেরামত করা সম্ভব না হয়, তাহলে অন্তত ১০ গ্রাম নতুন করে প্লাবিত হবে।

প্রকৌশলী নজমুল হক জানান, ১৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় তুলসীগঙ্গার পানি বিপৎসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও তা কমে ১৮ আগস্ট (শুক্রবার) সকাল পর্যন্ত ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে।

জয়পুরহাটের জেলা প্রশাসক মো. মোকাম্মেল হক ১৭ আগস্ট (বৃহস্পতিবার) বন্যাকবলিত পাঁচবিবি উপজেলার দুটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এ সময় বন্যা পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত