বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতন বন্ধে পলাশবাড়ীতে মানববন্ধন

প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৫:১৪

জাগরণীয়া ডেস্ক

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সদরে চৌমাথায় পলাশবাড়ী উপজেলা পেশাজীবী ফোরাম ও আর ডি আর এস বাংলাদেশ পলাশবাড়ীর যৌথ আয়োজনে বাল্যবিবাহ নিরোধ, মাদকবিরোধী ও নারী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই (শনিবার) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলার পেশাজীবি ফোরামের সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানবন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাইবান্ধা আর ডি আর এস গাইবান্ধার প্রোগ্রাম ম্যানেজার পোরসিয়া রহমান, উপজেলা পেশাজীবি ফোরামের সহ-সভাপতি ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, পেশাজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান লাভলু, পেশাজীবি ফোরামের সদস্য ও সুইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ, পলাশবাড়ী প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক নরুল ইসলাম, পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও গণজাগরণমঞ্চ মুখপাত্র আশরাফুল ইসলাম, প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী প্রেসক্লাবের অপর অংশের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক আমিনুল ইসলাম কবির, সাংবাদিক সোহেল রানা প্রমুখ।

এসময় বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃর্ন্দ ও সাংবাদিক সহ সুশীল সমাজের সর্বস্তরের প্রায় দুইশত মানুষের অংশগ্রহণে বাল্যবিবাহ নিরোধ, মাদক বিরোধী ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সঞ্চালনা করেন শ্রমিকনেতা ও উপজেলা পেশাজীবি ফোরামের সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত