প্রাণীদের জন্য রাজনৈতিক দল

প্রকাশ : ২৮ জুন ২০১৭, ২০:২৩

জাগরণীয়া ডেস্ক

প্রাণীদের জন্য রাজনৈতিক দল জার্মানি রাজনীতিতে যেমন রয়েছে গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক দল তেমনি রয়েছে ধর্মীয় ভাবাদর্শের দল। রয়েছে এতিহ্যবাদী তথা নিজস্ব সংস্কৃতির প্রশ্নে রক্ষণশীল দল। সবদলই দেশ ও মানুষের জন্য কাজ করে। কিন্তু প্রাণীকুলের জন্য আলাদা দল- এ কথা শুনলে অবাকই হতে হয়। এমন একটি দলের নাম ‘প্রাণী সুরক্ষা দল’। 

দেশটিতে সাতটি রাজনৈতিক দল রয়েছে যেগুলোর নাম অনেকেই জানে না। ‘প্রাণী সুরক্ষা দল’ এর মধ্যে একটি।

জার্মানিতে প্রাণী অধিকার বিষয়ক অ্যাক্টিভিস্টরা সুযোগ পেলে পুরো হাইওয়ে বন্ধ করে দেন- যাতে ব্যাঙেরা নিরাপদে রাস্তা পার হতে পারে। আর এমন দেশে ‘অ্যানিমেল প্রোটেকশন পার্টি’ বা প্রাণী সুরক্ষা দল থাকবে না, তা কি করে হয়? তবে গ্রিন পার্টির কারণে এ দলের পালে হাওয়া থাকে কম। ২০১৩ সালে মাত্র এক লক্ষ ৪০ হাজার ভোট পেয়েছিল দলটি, যেখানে জার্মানিতে ভোটারের সংখ্যা প্রায় ৬২ মিলিয়ন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত