বিস্ময় আর রহস্যঘেরা ১০ গর্ত (ভিডিও)

প্রকাশ : ৩১ মার্চ ২০১৭, ২০:১৪

জাগরণীয়া ডেস্ক

এগুলো এক একটা গর্ত। তবে স্রেফ গর্ত বলে উড়িয়ে দেওয়া যায় না। প্রকৃতি বা মানুষের সৃষ্টি অদ্ভুত ও রহস্যে ঠাসা সব গর্ত। যার অধিকাংশ মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। কোনটা তুলনামূলক ছোট, তো অন্যটি বিশাল এলাকাজুড়ে সৃষ্ট। ছোটটাও কিন্তু যেনতেন নয়। এটাও বিস্ময়করভাবে গভীর। ভূতত্ত্ববিদরা এসব গর্ত সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা চালিয়েছেন বা চালিয়ে যাচ্ছেন। এখানে একটি ভিডিও-তে আপনারা দেখে নিন বিস্ময়কর ১০টি গর্ত যা এই বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এই ১০টি গর্তের তালিকাটা দেখে নিন।

১. দার্ভেজ গ্যাস ক্রেটার। তুর্কেমেনিস্তানে অবস্থিত এই গর্তকে বল হয় 'রোড টু হেল' বা 'নরকের দরজা।

২. দ্য ওয়েল আব চাদ বাওরি। এই বিশাল গর্তজুড়ে রয়েছে প্রাচীন সভ্যতার নকশা ও স্থাপত্যকলা।

৩. দ্য কেটিবি (কোলা) সুপারডিপ বোর হোল। ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে ৫ মাইল পর্যন্ত ড্রিল করা এক গর্ত। এত সরু যে ভেতরের ছবি তোলা প্রায় অসম্ভব।

৪. দ্য গুয়াতেমালা সিটি সিঙ্ক হোল। এক শহরের মাঝে আচমকা এক বিশাল গর্ত।

৫. সাইবেরিয়ান মিস্টিরি ক্রেটস। অন্ধকার এক গর্ত যার ভেতরটা দেখা যায় না।

৬. ইন্ডিয়ানা ডিউন্স ন্যাশনাল পার্ক। দারুণ বিপজ্জনক এক গর্ত, বালুতে পূর্ণ। চোরাবালিতে ডুবে হারিয়ে যাওয়া মুহূর্তের ব্যাপারমাত্র।

৭. মন্টিসেলো ড্যাম হোল। বাঁধের কাছেই বিশাল এক গর্ত। এর মধ্যে পানি প্রবেশ করে চলেছে অনবরত।

৮. দ্য ডেভিলস সিঙ্ক হোল। আসলেই শয়তানের ডুব দেওয়ার গর্ত যেন।

৯. ডেরিনকুয়ু আরেকটি গর্ত। অদ্ভুত এক গোলকধাঁধার মতো। মাটির গভীর পর্যন্ত ধাঁধা ছড়িয়েছে।

১০. দ্য ওক আইল্যান্ড মানি পিট। পুরনো আমল থেকেই এই গর্ত নিয়ে বহু গবেষণা চলছে।

সূত্র: এমিরেটস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত