কমলা রঙের তুষারে ছেয়ে গেছে ইউরোপ!

প্রকাশ : ২৬ মার্চ ২০১৮, ১৪:১৮

জাগরণীয়া ডেস্ক

বেশ কয়েকদিন ধরে পূর্ব ইউরোপের দেশগুলোতে কমলা রঙের তুষারে ছেয়ে গেছে । বিস্ময়কর তুষারের ছবি ধারণ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।

বিশেষ করে রাশিয়া, বুলগেরিয়া, ইউক্রেন, রুমানিয়া, মলদোভা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুষারের কিছু ছবি পোস্ট করা হচ্ছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, সাদা নয় বরং সাদার মিশেলে কমলা রঙের তুষারে ছেয়ে আছে পথঘাট।

ঘটনার কারণ স্পষ্ট করেছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, সাহারা মরুভূমি থেকে ঝড়ের সঙ্গে উড়ে আসা বালি, বৃষ্টির সঙ্গে মিশেই এমনটা ঘটেছে। সাধারণত প্রতি পাঁচ বছরে একবার এই ধরনের ঘটনা ঘটে থাকে। কিন্তু এইবার বালির পরিমাণ অন্যবারের চাইতে বেশি হওয়ায় তুষারের রং কমলা দেখাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত