বিশ্বের সবচেয়ে বড় ‘খাঁটি স্বচ্ছ’ হীরা নিলামে

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৭, ১৮:০৬

জাগরণীয়া ডেস্ক

ইতিহাস-ঐতিহ্য জড়িয়ে থাকা বিশেষ বিশেষ বস্তু নিলামে তুলে সবাইকে তাক লাগিয়ে দেয় ক্রিস্টিস অকশন হাউজ। এবারও সবাইকে চমকে দেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।

তারা আগামী ১৭-১৯ অক্টোবর দুবাইয়ে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ নিলামের আয়োজন করেছে। ‘দ্য আর্ট অব ডি গ্রিসোগনো’ শিরোনামে আয়োজিত নিলামে প্রদর্শিত হবে বিশ্বের সর্ববৃহৎ ‘খাঁটি স্বচ্ছ’ এক হীরকখণ্ড। নিলামে নিখুঁত কিছু হীরা আনা হবে বিক্রির জন্য।

ক্রিস্টির দ্য ইন্টারন্যাশনাল হেড অব জুয়েলারি রাহুল কাড়াকিয়া বলেন, নিলামে দেখানো হবে সবচেয়ে বড় আকারের ডি-কালার খুঁতবিহীন হীরা, যা এর আগে দেখা যায়নি। এটা ১৬৩.৪১ ক্যারেটের এমারেল্ড-কাট রত্ন। এর নাম দেওয়া হয়েছে ‘৪ ডি ফেভারিরো’। ফোর্বস জানায়, অ্যাঙ্গোলায় পাওয়া এই হীরকখণ্ডটি সেই অঞ্চলে পাওয়া হীরার মধ্যে সর্ববৃহৎ। এটাকে নিয়ে এ পর্যন্ত ২৭টি বড় আকৃতির হোয়াইট ডায়মন্ড খুঁজে পাওয়া গেলো। 

সূত্র: এমিরেটস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত