৬ বছর পর মায়ের কাছে ফিরলো সনু

প্রকাশ : ৩০ জুন ২০১৬, ২১:৩৮

জাগরণীয়া ডেস্ক

৬ বছর পর মায়ের কোলে ফিরেছে দিল্লি থেকে হারিয়ে বাংলাদেশে চলে আসা শিশু সনু। ভারতীয় হাই কমিশনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার নয়া দিল্লিতে পৌঁছায় ১২ বছর বয়সী সনু।

ছয় বছর আগে ২০১০ সালের ২৩ মে দিল্লি থেকে দিল্লির নিউ সীমাপুর যুগি এলাকার বাসিন্দা মাহমুদ ও মাধুরী মমতাজের সন্তান সনু হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও কোনো হদিস মেলেনি। মামলাটিও থেমে গিয়েছিল তিন বছর আগে। অবশেষে ৬ বছর পর সেই সনু বাংলাদেশ থেকে গিয়ে মিলিত হল বাবা-মায়ের সঙ্গে।

সনুকে দিল্লি থেকে বরগুনার বেতাগী উপজেলার গেরামর্দন গ্রামে নিয়ে এসেছিলেন রহিমা বেগম ও আকলিমা বেগম নামের দুই বোন। তাদের পরিবারেই বড় হচ্ছিল সনু। তবে নির্যাতনের কারণে এক পর্যায়ে প্রতিবেশী জামালউদ্দিনের কাছে আশ্রয় নেয় ছেলেটি। এরপর জামালউদ্দিন যশোরের মানবপাচারবিরোধী সংগঠন রাইটস এবং ঢাকায় মানবাধিকার কমিশনে যোগাযোগ করেন। দিল্লি গিয়ে সনুর বাবা-মার খোঁজও বের করেন তিনি। এর মাঝে গত বছর ২২ ডিসেম্বর বরগুনার একটি আদালতের আদেশে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয় সনুকে।

রাইটসের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে যোগাযোগের পর সনুকে বাবা-মার কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন তিনি। এরপর সনুর সঙ্গে তার মা মাধুরীর ডিএনএ মিলিয়ে দেখা হয়।

সম্প্রতি সুষমা জানান, “দিল্লি থেকে অপহৃত হওয়া সনুকে বাংলাদেশের একটি আশ্রয় কেন্দ্রে পাওয়া গেছে। তার মায়ের সঙ্গে তার ডিএনএ মিলিয়ে দেখেছি আমরা। পরীক্ষার ফল ইতিবাচক”।

বৃহস্পতিবার নয়া দিল্লিতে পৌঁছানোর পরপর বাবা-মার সঙ্গে জওহরলাল নেহেরু ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুষমা স্বরাজের কাছে নেওয়া হয় সনুকে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে বাবা-মার বাহুলগ্ন হয়ে সনু সাংবাদিকদের বলে, “আমার অনেক ভালো লাগছে।”

মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ মন্ত্রীর সঙ্গে সনুর সাক্ষাতের কয়েকটি ছবি টুইট করে লিখেছেন: “গীতা থেকে গুরপ্রিত, এবং এখন সনু! পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ থেকে ফেরা এই বালককে স্বাগত জানান”।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত