যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ৪০ লাখ অভিবাসীকে!
প্রকাশ | ১৭ জুন ২০১৭, ১৬:৫৮
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসনসংক্রান্ত একটি নীতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে দেশটির প্রায় ৪০ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।
কোনো আইনি ভিত্তি না থাকায় নীতিটি বাতিল করা হবে বলে গত ১৫ জুন (বৃহস্পতিবার) ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দেয়।
২০১৪ সালে ওই নীতি প্রণয়ন করেন ওবামা। নাম দেওয়া হয়, ‘ডেফারড অ্যাকশন ফর প্যারেন্টস অব আমেরিকাস অ্যান্ড লফুল পার্মানেন্ট রেসিডেন্টস’ (ডিএপিএ)। এই নীতির অধীনে ওই সব ‘অবৈধ’ অভিবাসী বৈধতা পেতেন, যারা ২০১০ সালের আগে থেকে যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানেই সন্তান জন্ম দিয়েছেন।
১৫ জুন (বৃহস্পতিবার) ‘ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’ (ডিএইচএস) ঘোষণা দেয়, তারা ‘ডিএপিএ’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বিচার বিভাগের সহায়তা নেওয়া হবে।
ডিএইচএস সেক্রেটারি জন কেলি বলেন, এই নীতি জিইয়ে রাখার কোনো আইনি ভিত্তি নেই। জন কেলি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, অবৈধ অভিবাসনের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। কয়েক দশক ধরে যেসব পরিবার এ দেশে অবস্থান করছে তাদের অনুমতি দিয়ে ডিএপিএ অন্যভাবে কার্যকর করার জন্য সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা- সে বিষয়ে কিছুই বলেননি তিনি।