লন্ডন অগ্নিকাণ্ড: রাষ্ট্রীয় তদন্তের নির্দেশ
প্রকাশ | ১৬ জুন ২০১৭, ২১:৪৩
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রেনফেল টাওয়ার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় পূর্ণ রাষ্ট্রীয় তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।
স্থানীয় সময় ১৫ জুন (বৃহস্পতিবার) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পশ্চিম লন্ডনের নর্থ কেনসিংটনের ২৪ তলা গ্রীনফেল টাওয়ারে স্থানীয় সময় ১৩ জুন (মঙ্গলবার) মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর জানা গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার থেরেসা মে বলেছেন, আগুন কেন এত দ্রুত ছড়িয়ে পড়ল তা জানার অধিকার জনগণের আছে। তদন্ত থেকেই তারা তা জানতে পারবে।
এর আগে মে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তিনি অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান ড্যানি কটন ও জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
১০ ডাউনিংস্ট্রিট জানিয়েছে, একজন বিচারকের নেতৃত্বে এ তদন্ত কমিটি হবে। সরকার শিগগিরই ওই বিচারকের নাম ঘোষণা করবে বলে জানিয়েছে আরেকটি সূত্র।