পদত্যাগ করতে চান না থেরেসা, যাচ্ছেন রাণীর কাছে
প্রকাশ | ০৯ জুন ২০১৭, ২০:১৩
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পদত্যাগের দাবি ওঠলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পদত্যাগ করতে রাজি নন। গত বৃহস্পতিবার ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল ঘোষণার পর দেখা গেছে, গতবারের চেয়ে এবার আসন কমেছে থেরেসা মের নেতৃত্বাধীন কনজারভেটিভ দলের।
নিয়ম অনুযায়ী সরকার গঠনের প্রথম সুযোগ পাবেন থেরেসা মে। সরকার গঠনের রাণীর অনুমতি চেয়ে তিনি আজ বাকিংহাম প্যালেসে যাবেন।
উল্লেখ্য, হাউজ অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে এ পর্যন্ত মোট ৬৪৯টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩১৮টি আসন পেয়েছে থেরেসা মের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। সরকার গঠনের জন্য ৩২৬টি আসনে জিততে হয়। অর্থাৎ এখনো আট সিট দরকার। এবারের নির্বাচনে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি ১০ আসন পেয়েছে। থেরেসা মের বিশ্বাস, সরকার গঠনে তিনি দলটির সমর্থন পাবেন।