গানেই ‘লাল’ এর লড়াই ঘোষণা

প্রকাশ : ২৯ জুন ২০১৬, ১৩:৩৮

জাগরণীয়া ডেস্ক

পাকিস্তানের বিখ্যাত কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে সম্প্রতি গুলি করে হত্যার প্রতিবাদে গানের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানেরই একটি জনপ্রিয় ব্যান্ড দল ‘লাল’।  এ লক্ষ্যেই অসহিষ্ণুতার বিরুদ্ধে ব্যান্ডটির পরিকল্পিত প্রচার অভিযানের তারিখ এগিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে। 

এ লড়াইয়ের অংশ হিসেবে তারা পাকিস্তানের বিভিন্ন গ্রামাঞ্চলে গান গাইবেন। ব্যান্ডটির লিড ভোকাল তৈমুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই অভিযানের ঘোষণা দেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে তৈমুর রহমান বলেন, ‘আমরা চলতি বছরে দেশজুড়ে একটি প্রচারাভিযান শুরুর পরিকল্পনা করেছিলাম। কিন্তু এর মাঝেই সাবরি চলে গেলেন। এখন আমাদের কাছে অভিযানটির গুরুত্ব আরও বেড়ে গেছে। তাই সাবরি হত্যার পর অভিযানের তারিখ এগিয়ে আনা হয়েছে। ’

এবারের অভিযানটি হবে সমাজের অসহিষ্ণুতার বিরুদ্ধে। তারা এই অভিযান সাবরি ও পাকিস্তানের অন্যান্য নিহত সংগীত শিল্পীদের উৎসর্গ করছেন। তৈমুর বলেন, “আমরা সাবরির স্মরণে ফয়েজ আহমেদ ফয়েজের ‘দুয়া’ গানটি নতুন কম্পোজিশনে প্রকাশ করার কথা ভাবছি। এটি হবে ফেসবুকে প্রচারণার অংশ। আর বাকিটুকু বিভিন্ন জায়গায় করা অনুষ্ঠানের ওপর নির্ভর করবে।”

৯ জুলাই থেকে শুরু হচ্ছে তাদের প্রথম কনসার্ট। এটি অনুষ্ঠিত হবে খ্রিস্টান অধ্যুষিত লাহোরের ইয়োহানাবাদে। গত বছর দুটি বোমা হামলায় সেখানে অন্তত ১৫ জন নিহত হন।

কেবল কনসার্ট করাটাই ‘লাল’-এর লক্ষ্য নয়, বরং উগ্রবাদের বিরুদ্ধে লড়াইটাই তাদের কাছে প্রধান। শহুরে শিল্পীদের গ্রামাঞ্চলে কনসার্ট করার ক্ষেত্রে তিনি বলেন, ‘সংগীত পাকিস্তানের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে রয়েছে। কিন্তু শহর থেকে কেউ গ্রামে গিয়ে কনসার্ট করছেন- এটা গ্রামের মানুষদের জন্য অনেক বড় ব্যাপার। শহুরে শিল্পীদের বিষয়টি অনুধাবন করা দরকার।’ তৈমুর জানান, তাদের মতাদর্শিক অবস্থানের কারণেই এমন অভিযান পরিচালনা করছেন।

লাল-এর আগের পরিচালিত অভিযানগুলোর মধ্যে রয়েছে – ‘আপনি করনি কর গুজরো’। যা ছিল উগ্রবাদের বিরুদ্ধে অভিযান। ‘উঠো মেরি দুনিয়া’ ছিল ভূমি সংস্কারের জন্য অভিযান এবং ‘ছাপনা’ ছিল ভোটাধিকার প্রয়োগের পক্ষে প্রচারণা।

উল্লেখ্য, ৪৫ বছর বয়সী আমজাদ সাবরি বুধবার (২২ জুন) রমজান উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে অংশ নিতে লিয়াকতাবাদ এলাকা দিয়ে নিজের গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি মারাত্মক আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত