সন্ত্রাসী হামলার পর জরুরি বৈঠকে থেরেসা মে
প্রকাশ | ০৪ জুন ২০১৭, ১৪:২৭ | আপডেট: ০৪ জুন ২০১৭, ১৬:০০
যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে আক্রমণকারীসহ কমপক্ষে ৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। হামলায় আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় ৩ জুন (শনিবার) রাতে ব্যস্ত লন্ডন ব্রিজে একটি গাড়ি বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা দেয় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যুর হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। অন্যদিকে একই দিনে সেন্ট্রাল লন্ডনের বরহ ও ভক্সহলে ছুরি নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে ৫ জন নিহত ও ২০ জনের মত আহত হন।
এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। জঙ্গি হামলার পর ব্রিটেনজুড়ে জারি হয়েছে সতর্কতা। জরুরি বৈঠকে বসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘পুলিশ ও নিরাপত্তাকর্মীদের তথ্য অনুযায়ী আমরা একে সন্ত্রাসী হামলা বলতে পারি। খুব দ্রুতই এর তদন্ত চলছে। পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই।’