নকল ভেস্ট পরেছিলেন ‘সন্ত্রাসীরা’
প্রকাশ | ০৪ জুন ২০১৭, ১২:৫০
![](/assets/news_photos/2017/06/04/image-9151.jpg)
সেন্ট্রাল লন্ডনের বরহ মার্কেট এলাকায় সাধারণ জনগণের ওপর ছুরি নিয়ে হামলার পর দুই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে ও পালিয়ে রয়েছে তিনজন হামলাকারী বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
এএফপির খবরে জানা যায়, ৩ জুন (শনিবার) রাতে লন্ডন ব্রিজ ও বরহ মার্কেট এলাকায় হামলার ঘটনা ঘটে। ৪ জুন (রবিবার) পুলিশ বলছে, হামলাকারীরা নকল আত্মঘাতী বন্ধনী (সুইসাইড ভেস্ট) পরেছিলেন।
ব্রিটেনের কাউন্টার টেররিজমের প্রধান মার্ক রাউলি বলেন, সন্দেহভাজন সন্ত্রাসীরা বিস্ফোরক বন্ধনীর মতো দেখতে একধরনের জিনিস পরেছিলেন। পরে দেখা যায়, সেটি নকল। এ রকম বন্ধনী পরে তারা ভেলকি দেখাতে চেয়েছিলেন।
৩ জুন (শনিবার) রাতে লন্ডন ব্রিজে সন্দেহভাজন সন্ত্রাসীরা ভিড়ের মধ্যে দ্রুতগতিতে একটি ভ্যান চালিয়ে দেন। এরপরেই কাছাকাছি বরহ মার্কেট এলাকায় ছুরি নিয়ে সাধারণ জনগণের ওপর হামলা চালান। হামলায় নিহত হয়েছেন ছয়জন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন দুই হামলাকারী।