সন্ত্রাসী হামলার হুমকিতে জার্মানির কনসার্ট বন্ধ
প্রকাশ | ০৩ জুন ২০১৭, ১৫:৪৬
![](/assets/news_photos/2017/06/03/image-9122.jpg)
সন্ত্রাসী হামলার হুমকির মুখে জার্মানির জনপ্রিয় ফেস্টিভ্যাল ‘রক অ্যাম রিং’য়ের সব কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছেন আয়োজকরা। জার্মানির নুরেমবার্গ স্টেডিয়ামে ২ জুন (শুক্রবার) এই কনসার্ট শুরু হওয়ার কথা ছিল। এ উপলক্ষে স্টেডিয়ামে হাজারো মানুষ জড়ো হন। তবে তাদের সবাইকে উৎসবস্থল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, সন্ত্রাসী হামলার হুমকির কারণে পুলিশের পক্ষ থেকে এই উৎসব বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। তাই সবাইকে শান্ত ও সুশৃঙ্খলভাবে চলে যেতে অনুরোধ করা হচ্ছে।
পরে আয়োজকেরা এক ফেসবুক বার্তায় জানান, স্থানীয় সময় ৩ জুন শনিবার এই উৎসবের উদ্বোধনের আশা করছেন তারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২ জুন (শুক্রবার) উৎসব ছেড়ে চলে যেতে বলায় শ্রোতাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। অনেকে হাত-পা ছুড়ে, চিৎকার করে ক্ষোভ প্রকাশ করেন।
এবার ছিল জার্মানির গ্রীষ্মকালীন জনপ্রিয় উৎসব এই ‘ওপেন এয়ার মিউজিক কনসার্টে’র ৩০তম আসর। এবার ৮৫ হাজার দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছিল। সাধারণত প্রতি জুনের ২ থেকে ৪ তারিখ পর্যন্ত এই উৎসব চলে।