শিশু কামড়ানোর অভিযোগে পাকিস্তানে কুকুরের মৃত্যুদণ্ড
প্রকাশ | ২০ মে ২০১৭, ১৭:৫৫
আজব পৃথিবীতে অদ্ভুত ঘটনা ঘটবে এটিই স্বাভাবিক। সব খবরই কী প্রকাশ পায় কিছু তো আড়ালেই থেকে যায়। কিন্তু গেল সপ্তাহে পাকিস্তানে এমন এক ঘটনা ঘটেছে যা খুবই হাস্যকর এবং বিস্ময়কর। ঘটনাটি হলো, কুকুর মানুষ কামড়েছে, সে অপরাধে কুকুরটিকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত।
ঘটনার বর্ণনায় জানা যায়, কুকুরের কামড়ে একটি শিশুর মৃত্যু হয়। আর এই খুনের অভিযোগে মামলাও দায়ের করা হয় ঐ কুকুরের বিরুদ্ধে। মামলার শুনানির পর অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব উপত্যকার ক্লোর এলাকার ঘটনা এটি।
আদালতে কুকুরের মৃত্যুদণ্ড দেওয়ার খবর বিশ্ব-গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। শিশুটিকে কামড়ানোর পর শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় কুকুর ও তার মালিকের বিরুদ্ধে মামলা হয়।
মামলায় বিচারক জানিয়েছেন, কুকুরটি অপরাধ করেছে। তার মালিক নির্দোষ। তাই কুকুরটিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন কুকুরটির মালিক। খবরটি প্রথমে জিও টিভি প্রচার করে, পরে তা ভাইরাল হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস