যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর

কলম্বিয়ায় ৫০ বছরের গৃহযুদ্ধের অবসান

প্রকাশ : ২৪ জুন ২০১৬, ১২:৪৪

জাগরণীয়া ডেস্ক

কলম্বিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) কিউবার রাজধানী হাভানায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ ৫০ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটলো।

এই গৃহযুদ্ধে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রায় এক কোটি মানুষ গৃহহীন হয়েছে।

কিউবার উদ্যোগে ৩ বছর আগে সরকার ও বিদ্রোহীদের মধ্যে এই শান্তি আলোচনা শুরু হয়।

এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশের পরপর বৃহস্পতিবার রাজধানী বোগোতার রাস্তায় লোকজন বের হয়ে আসে। তারা পরস্পরকে আলিঙ্গন করে ও স্বমস্বরে জাতীয় সঙ্গীত গায়।

চুক্তি স্বাক্ষরের পর ফার্ক বিদ্রোহীদের নেতা রদ্রিগো লন্ডনো বলেন, এটাই হোক যুদ্ধের শেষ দিন।

অপরদিকে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। মৃত্যু, হামলা ও যন্ত্রণার ৫০টি বছরের সমাপ্তিতে পৌঁছেছি। এটা ফার্কদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষের সমাপ্তি।

স্বাক্ষরিত ওই চুক্তিতে বলা হয়, আগামি ১৮০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে বিদ্রোহীরা তাদের অস্ত্র সমর্পণ করবে। জাতিসংঘের পর্যবেক্ষকদের কাছে এসব অস্ত্র সমর্পণ করা হবে। প্রায় ৭ হাজার বিদ্রোহীর আত্মসমর্পনের জন্য একটি পৃথক শিবির খোলা হবে এবং ওই শিবিরে কোনও বেসামরিক লোক প্রবেশ করতে পারবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত