তিন তালাক: ভারতের সুপ্রিম কোর্টে শুনানি শুরু
প্রকাশ | ১১ মে ২০১৭, ২১:৩৮
মুসলমানদের তাৎক্ষণিক তিন তালাক প্রদানের বিষয়টি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে করা পিটিশনের শুনানি ১১ মে (বৃহস্পতিবার) শুরু হয়েছে। এক প্রতিবেদনে বিবিসি এ কথা জানিয়েছে।
ভারতের ওই কোর্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তিন তালাকের বিষয়টি ইসলাম ধর্মের একটি বিধান। যেখানে একজন মুসলমান পুরুষ তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্যে এই তিন তালাক দিতে পারে।
কিন্তু কিছু মুসলিম সংগঠন এটিকে বৈষম্য হিসেবে অভিযোগ করছেন। গত বছরের শুরুতে তারা তিন তালাক নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির বিরুদ্ধে একধিকবার কথা বলেছেন।
ভারতের প্রধান বিচারপতি জেএস খেহর জানান, ইসলাম ধর্মে তিন তালাক মৌলিক বিষয়গুলির আওতায় আদৌ পড়ে কি না তার সমস্ত দিক বিবেচনা করে দেখবে সর্বোচ্চ আদালত। তবে ‘তিন তালাক’ নিয়ে এই মামলার সঙ্গে মুসলিম পুরুষদের বহু বিয়ের কোন সম্পর্ক নেই বলেও জানান তিনি।
সূত্র: বিবিসি