টিউলিপের প্রচারণায় লন্ডনের মেয়র সাদিক খান
প্রকাশ | ০৭ মে ২০১৭, ১৪:০৪
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিকের পক্ষে পাকিস্তান বংশোদ্ভূত লন্ডনের মেয়র সাদিক খান প্রচারে নেমেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ ২০১৫ সালের ৭ই মে’র ব্রিটিশ র্পালামেন্টে নির্বাচনে প্রথমবারের মত ১ হাজার ১৩৮ ভোট বেশি পেয়ে স্বল্প ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন। ব্রেক্সিট সামনে রেখে প্রধানমন্ত্রী টেরিজা মে আগামী ৮ জুন আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ায় এখন দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিয়েছেন এবং এবারের নির্বাচনেও বিজয়ী হবেন বলে আশাবাদী তিনি।
শনিবার হ্যাম্পস্টেড থিয়েটারের সামনে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন টিউলিপ। ওই সমাবেশে অংশ নেন সাদিক খান, যিনি গত বছর ১১ প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে বিপুল ভোটে জয়ী হয়ে লন্ডনের প্রথম মুসলমান মেয়র নির্বাচিত হন।
নির্বাচনী প্রচারের কার্যক্রমের পর এক ফেইসবুকে স্ট্যাটাসে সাদিক খানসহ অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান টিউলিপ। ওই সভার একটি ছবিও ফেইসবুকে আপলোড করেন তিনি।
সমাবেশের পর লন্ডনভিত্তিক সংবাদপত্র ক্যামডেন নিউ জার্নালকে সাদিক খান বলেন, প্রধানমন্ত্রী টেরিজা মে আগাম নির্বাচন দিয়েছেন, যাতে তিনি অত্যন্ত কঠোরভাবে ব্রেক্সিট সম্পন্নের ক্ষমতা পান। এভাবে ব্রেক্সিট না চাইলে টিউলিপকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, শুরু থেকে ব্রেক্সিটের বিরুদ্ধে অবস্থান জানিয়ে আসছেন টিউলিপ সিদ্দিক। এ প্রক্রিয়া ত্বরাণ্বিত করতে যুক্তরাজ্য সরকারের আনা একটি বিলে সমর্থনের দলীয় সিদ্ধান্তে আপত্তি জানিয়ে গত জানুয়ারিতে লেবার পার্টির ছায়া সরকারের দায়িত্ব ছাড়েন তিনি।