ভেনিজুয়েলায় বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩৬
প্রকাশ | ০৬ মে ২০১৭, ২৩:৩২
ভেনিজুয়েলায় প্রায় এক মাস ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ এ দাঁড়িয়েছে। এ সুযোগে দেশটির কয়েকটি শহরে লুটপাট শুরু হয়েছে।
৫ মে (শুক্রবার) পশ্চিমের শহর রোসারিও ডি পেরিজাতে বিক্ষোভকারীরা প্রাক্তন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ভাস্কর্য ভাঙচুর করেছে। বিক্ষোভের সুযোগে ভ্যালেন্সিয়াসহ বেশ কয়েকটি শহরে লুটপাটের ঘটনার কথাও শোনা গেছে।
নুভিয়া টোরেলবা নামে এক বেকারি কর্মচারী বলেছেন, লুটেরা জমায়েত হয়েছিল। তারা দেয়াল ভেঙ্গে ফেলে এবং সব লুট করে। তারা সব কিছু ধ্বংস করেছে। আমার মালিক তার বাড়ি হারিয়েছে এবং আমরা চাকরি হারিয়েছি।
ভ্যালেন্সিয়া চেম্বার অব কমার্স জানিয়েছে, ২ মে (মঙ্গলবার) কমপক্ষে ৭০টি দোকান লুট হয়েছে। স্থানীয় বাসিন্দারা খাদ্য, পানীয় ও জ্বালানি মজুদ করে রাখছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ ও নির্বাচন দাবিতে গত ১ এপ্রিল থেকে বিক্ষোভ করছে বিরোধীরা। তবে মাদুরো পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন। বিরোধীদের এই পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে বলে দাবি করেছেন তিনি।