নির্ভয়া গণধর্ষণ মামলার রায় আজ

প্রকাশ | ০৫ মে ২০১৭, ১৫:৫৯

অনলাইন ডেস্ক

৫ মে (শুক্রবার) দুপুরে নির্ভয়া গণধর্ষণ মামলার রায় ঘোষণা করবে ভারতীয় সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপক মিশ্র, আর ভানুমতী ও অশোক ভূষণের বেঞ্চ রায় দেবে। অভিযুক্ত অক্ষয়, পবন, বিনয় শর্মা ও মুকেশের ভাগ্য নির্ধারণ হবে।

এর আগে দিল্লি হাইকোর্ট চারজনকেই অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তরা। এবার সেই মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে চলন্ত বাসে প্যারামেডিক্যাল ছাত্রী নির্ভয়াকে নৃশংসভাবে গণধর্ষণ করে ৬ জন। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মেয়েটির মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজন ছিল নাবালক। ফলে তার তিন বছরের কারাদণ্ডের সাজা হয়েছে। অপর এক অভিযুক্ত রাম সিংহ জেলেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাকি চার জনেরই সাজা ঘোষণা করবে সুপ্রিম কোর্ট।

সূত্র: জি নিউজ