স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ২ বছরের শিশুকে হত্যা
প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৭, ১৭:০৫
ফেসবুক লাইভে নিজের দুই বছরের শিশুকে হত্যা করেছে থাইল্যান্ডের এক ব্যক্তি। স্ত্রীর সঙ্গে ঝগড়ার প্রেক্ষাপটে ২৪ এপ্রিল (সোমবার) ২১ বছর বয়সী তরুণ তার কন্যাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
২৫ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত সেই ভিডিওর একটি কপি ফেসবুকে পাওয়া যাচ্ছিল। চলতি মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে এক ৭৪ বছর বয়সী ব্যক্তিকে গুলি করে হত্যার ভিডিও ফেসবুক লাইভে প্রচার করা হয়। সেই ভিডিওটিও ফেসবুকে দীর্ঘসময় ছিল।
ভিডিও ফুটেজে দেখা যায়, নিজের মেয়ের গলায় দড়ি বেধে ছাদ থেকে ফেলে দিচ্ছে ওই তরুণ। এরপর আবার মেয়ের দেহ টেনে উপরে তোলে। এরপর ওই তরুণও আত্মহত্যা করে। ওই তরুণের আত্মীয়রা সেই ফুটেজ দেখে পুলিশকে সতর্ক করে। কিন্তু কর্তৃপক্ষ যতক্ষণে ঘটনাস্থলে পৌছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
থাই গণমাধ্যমে এই খবর ব্যাপকভাবে আসে এবং সোশ্যাল মিডিয়ায় খবরটি ভাইরাল হয়ে যায়। ফেসবুকের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, এটা অত্যন্ত মর্মপীড়াদায়ক ঘটনা। ফেসবুকে এমন ধরণের কনটেন্টের কোনো জায়গা নেই এবং এটি সরিয়ে নেয়া হয়েছে।
তবে ভিডিওটি এখনো ইউটিউবে আছে। এই বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: বিবিসি