হিলারির চেয়ে পিছিয়ে ট্রাম্প

প্রকাশ : ২২ জুন ২০১৬, ১৫:৫২

জাগরণীয়া ডেস্ক

প্রাইমারি মওসুম গত হয়েছে। এখন সাধারণ নির্বাচনের অপেক্ষা। মুল লড়াইয়ে সামিল ডেমোক্র্যাট দলের হয়ে হিলারি ক্লিনটন আর রিপাবলিকানদের হয়ে ডনাল্ড ট্রাম্প। নভেম্বরের প্রথম সোমবার সেই ভোট।

এখনও পুরো সাড়ে চার মাস বাকি। তবে এখনই জরিপগুলো বলছে স্পস্টতই এগিয়ে থেকে সাধারণ নির্বাচনের পথে হাঁটছেন হিলারি ক্লিনটন।

সাম্প্রতিক সবগুলো জরিপই দেখাচ্ছে ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি। সে এগিয়ে থাকা কোনওটিতে ২ পয়েন্ট (মর্নিং কনসাল্ট পোল) কোনওটিতে সর্বোচ্চ নয় পয়েন্ট (ফোন সার্ভে ফ্রম দ্য অ্যামেরিকান রিসার্চ গ্রুপ)।

সিএনএন/ওআরসি ও মনমাউথ বিশ্ববিদ্যালয়ের জরিপে এই ব্যবধান যথাক্রমে ৫ ও ৭ পয়েন্টের।  আর এনবিসি’র জরিপে হিলারি এগিয়ে ৬ পয়েন্টে।

হাফিংটনপোস্ট পোলস্টার মডেলে সবগুলো জরিপ ফলের সমন্বয়ে যে চিত্র উঠে এসেছে তাতে হিলারি এগিয়ে ৭ পয়েন্টে। এতে তিনি পেয়েছেন ৪৫ শতাংশ ভোট অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৩৮ শতাংশ।

তবে এই জরিপগুলো থেকে হিলারির জন্য বিশেষ আশা জাগানিয়া দিকটি হচ্ছে ব্যবধানটা ক্রমেই বাড়ছে। আগের জরিপগুলোয় হিলারি এগিয়ে থাকলেও তার ব্যবধান ছিলো এর তুলনায় অনেক কম।

ফ্লোরিডার ওরলান্ডোতে ঘটে যাওয় হত্যাকাণ্ডের পর জরিপগুলো দেখাচ্ছে ট্রাম্পের ভোট কমছে। তারও আগে এমাসের গোড়ার দিকে একজন ল্যাটিনো বিচারককে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করার পর থেকে চিত্রটা পাল্টাতে শুরু করে।
এনবিসি’র জরিপ ফলে ট্রাম্পের এই দশার পেছনে ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের মুখ ফিরিয়ে নেওয়াকেই কারণ হিসেবে দেখানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই সপ্তায় ৩৬ শতাংশ ইন্ডিপেন্ডেন্ট তাদের হিলারি সমর্থনের কথা জানিয়ে দেন। একই সংখ্যক ইন্ডিপেন্ডেন্টস ট্রাম্পকে সমর্থন করছেন। অথচ এর আগে বরাবরই ইন্ডিপেন্ডেন্টদের সমর্থন হিলারির চেয়ে ট্রাম্পের প্রতিই ছিলো বেশি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত