বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণে দিল্লীর উদ্বেগ

প্রকাশ : ২০ জুন ২০১৬, ১৫:৪১

জাগরণীয়া ডেস্ক

ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের সাথে সম্পর্কই অনেক ভালো। কিন্তু এ বাংলাদেশেই ধারাবাহিকভাবে চলছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ চরম কষ্টদায়ক ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে রবিবার (১৯ জুন) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলদেশে হিন্দুদের ওপর কিছুদিন ধরে আক্রমণ বেড়ে যাওয়া এবং রামকৃষ্ণ মিশনে হুমকি দিয়ে চিঠি পাঠানো প্রসঙ্গে মোদি সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুষমা স্বরাজ বলেন, এসব ঘটনা নিয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সর্বোচ্চ স্তরে উদ্বেগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে। এসব বিষষে বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তারা কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যেই তিন হাজারের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, আনন্দের বিষয় হলো বাংলাদেশের এক লাখের বেশি ধর্মগুরু (মুফতি, আলেম, ওলামা) সই করে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেছেন, ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই। 

সুষমা বলেন, কোনো দেশের লক্ষাধিক ধর্মগুরুর এমন আচরণ নজিরবিহীন। এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়, বাংলাদেশের সরকার যেমন এর বিরুদ্ধে, ইসলাম ধর্মগুরুরাও এই জঘন্য আচরণ সমর্থন করছেন না।

বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি প্রসঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ, ভারতের কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ সরকার তিনজনকেই এ বিষয়ে একমত হতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত দিন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। নির্বাচনে জিতে তিনি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণও জানিয়েছিলেন। 

আশা করা যায়, ভোট চুকে যাওয়ায় তিস্তা নিয়ে এখন পশ্চিমবঙ্গের সঙ্গে ভারত সরকারের অভ্যন্তরীণ সমঝোতা হতে দেরি হবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত