মিসরে বোরকা নিষিদ্ধের প্রস্তাব
প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৭, ১৬:২৯
মিসরে সরকারি প্রতিষ্ঠানে নারীদের বোরকা নিষিদ্ধ করার বিষয়ে একটি প্রস্তাব আনতে যাচ্ছেন দেশটির একাধিক সংসদ সদস্য। দেশটির একজন সংসদ সদস্যদের একজনের দাবি, নারীদের ওই বোরকা পরার সংস্কৃতি ‘ইহুদি প্রথা’!
সংবাদমাধ্যম দি নিউ আরব জানিয়েছে, আমনা নোসের নামে এক সংসদ সদস্য এ কথা জানিয়েছেন। নোসের নামে ওই নারী গত ৪০ বছরেরও বেশি সময় ধরে বোরকা পরার বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন।
আশরাখ আল আওসাত নামে লন্ডনভিত্তিক একটি সংবাদপত্র জানিয়েছে, মিসরে বোরকা নিষিদ্ধ করার জন্য একাধিক সংসদ সদস্য একটি খসড়া তৈরি করার কাজ করছেন।
নোসের নিজে হিজাব পরেন। তিনি জানান, বোরকা আরবে নিকাব নামে পরিচিত, যা ইহুদি ধর্মের সংস্কৃতি থেকে এসেছে।
নোসের জানান, ওল্ড টেস্টামেন্টের ৩৮ নম্বর অধ্যায়ে পাওয়া যাবে হাত, মুখ না ঢেকে ঘর থেকে বের হওয়া ইহুদি ধর্মের রীতিবিরুদ্ধ। বোরকা পরার ওই রীতি ইহুদি থেকে আসে এবং পরে তা মুসলমানদের মধ্যেও ছড়িয়ে পড়ে।