ফ্রান্সে অভিবাসী শিবিরে অগ্নিকাণ্ড, আহত ১০ (ভিডিও)
প্রকাশ | ১১ এপ্রিল ২০১৭, ১৯:২৫
ফ্রান্সের উত্তরাঞ্চলে দেড় হাজার অভিবাসীর একটি আবাসিক শিবিরের অগ্নিকাণ্ডে অধিকাংশ ধ্বংস হয়ে গেছে।
ফরাসি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, শিবিরের আফগান ও কুর্দি অভিবাসীদের মধ্যে মারামারির সময় আগুনের সূত্রপাত হয়।
উত্তর ফ্রান্সের ডানক্রিক বন্দরের কাছে গ্রান্ড-সিন্থে শিবিরে ১০ এপ্রিল (সোমবার) রাতে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ওই দুই পক্ষের মারামারিতে ছুরিকাঘাতে আরও ছয়জন আহত হয়েছেন।
গেল মাসে কর্মকর্তারা জানিয়েছিলেন, অস্থিরতা চলার কারণে শিবিরটি ভেঙে দেওয়া হবে।
ফ্রান্সের নর্ড অঞ্চলের বিভাগীয় প্রধান মাইকেল লালান্দে বলেছেন, এক গাদা ছাই ছাড়া সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। কুঁড়েগুলো আগে যেখানে ছিল সেখানে পুনরায় সেগুলো স্থাপন করা অসম্ভব হতে পারে।
৪০ কিলোমিটার দূরে ক্যালের কাছে ‘জাঙ্গল’ নামে পরিচিত একটি অভিবাসী শিবির অক্টোবরে তুলে দেওয়ার পর গ্রান্ড-সিন্থে শিবিরে বাসিন্দার সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। গ্রান্ড-সিন্থে শিবিরটিতে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। গত মাসে এ রকম এক সহিংসতায় পাঁচজন আহত হয়েছিল। মারামারি থামাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল।