ট্রাম্পের ব্যাপারে হিলারির পাশে স্যান্ডার্স

প্রকাশ : ১৮ জুন ২০১৬, ১১:১৭

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর ব্যাপারে ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনকে সহযোগিতা করার ব্যাপারে অঙ্গীকার করেছেন তারই দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। 

এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি হিলারি , তবে প্রয়োজনীয়সংখ্যক ডেলিগেটের সমর্থন কুড়িয়েছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে জয় পেতে তাকে সব রকম সহযোগিতার আশ্বাস দিলেও আনুষ্ঠানিকভাবে এখনই দলীয় মনোনয়নের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন স্যান্ডার্স।

ভারমন্টে নিজের শহর বার্লিংটন থেকে সম্প্রচারিত হওয়া বক্তব্যে স্যান্ডার্স বলেন, ‘আমি ডেমোক্রেটিক পার্টিকে রূপান্তরের ব্যাপারে কিনটনের (হিলারি) সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। যেন এই পার্টি শ্রমজীবী ও তরুণদের দলে পরিণত হয়, শুধু ব্যয়বহুল প্রচারমুখী বিত্তবান দাতাদের দলে পরিণত না হয়।’

আয়ের অসাম্য, রাজনীতি ও ওয়ালস্ট্রিটে বিশাল টাকার খেলা বন্ধের যে ল্য তার রয়েছে, তার জন্য লড়াই চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন স্যান্ডার্স।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করাই আমাদের একমাত্র ল্য হতে পারে না। আমেরিকাকে গড়ে তুলতে আমাদের অবশ্যই তৃণমূল পর্যন্ত উদ্যোগ নিতে হবে। আমরা জানি, আমরা সেটি পারি।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত