পাকিস্তানে পুরুষকে এসিডে ঝলসে দিলেন নারী
প্রকাশ | ১৭ জুন ২০১৬, ২১:৪৮
বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় পাকিস্তানে একজন পুরুষকে এসিডে ঝলসে দিয়েছেন একজন নারী।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলছে, দীর্ঘদিন ধরে মোমেল মাই নামের এক নারীর সঙ্গে এসিড হামলার শিকার সাদাকাত আলির প্রেমের সম্পর্ক ছিল। আলি এবং মাই দুজনেই বিবাহিত। তাদের আলাদা সংসার রয়েছে। কিন্তু তাদের মাঝে বেশ কয়েকবছর ধরে সম্পর্ক গড়ে ওঠে। মাই তার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলিকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু এরপরও সাদাকাত বিয়ে করতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে এই কাণ্ড ঘটান মোমেল মাই।
তবে মোমেল মাই দাবি করেছেন, হামলা থেকে নিজেকে রক্ষার জন্যই তিনি এসিড ছুঁড়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে হামলার শিকার হন আলি। মাইয়ের বাড়ির বাথরুমে গোসল করে বের হওয়ার পর আলির উপর এসিড ছুঁড়ে মারা হয়।
স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন, আলিকে দ্রুতগতিতে চিৎকার করতে করতে মাইয়ের বাসা থেকে এসিডমাখা অবস্থায় বের হতে দেখা গেছে। হামলার সময় ঘুরে দাঁড়ানোর কারণে এসিড আলির মুখে লাগেনি। কিন্তু শরীরের পেছনের অংশ ঝলসে গেছে। আলিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের ৫০ ভাগই পুড়ে গেছে।
পাকিস্তানের দুনিয়া টিভি জানিয়েছে, দেশটিতে প্রতিবছর এসিড হামলার শিকার ৮০ ভাগই নারী। পুরুষের এডিস হামলার শিকার হওয়ার ঘটনা বিরল।