রাশিয়ায় স্টেশনে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ
প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৭, ১১:৩৬
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি মেট্রো স্টেশনে দু’দফা বিস্ফোরণের জড়িত এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রকাশিত ছবির ওই ব্যক্তিকে সম্ভাব্য হামলাকারী হিসেবে ধারণা করা হচ্ছে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো রংয়ের পোশাক পরিহিত ওই ব্যক্তির মুখ ভর্তি দাঁড়ি, মাথায় লম্বা হ্যাট।
৩ এপ্রিল (সোমবার) রাশিয়ার দ্বিতীয় প্রধান শহরটির সেন্নায় পোলশাদ স্টেশনের একটি সাবওয়ে কারে এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক লোক।
খবর পেয়েই ৮টি অ্যাম্বুলেন্স তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হামলার পর সেন্নায় পোলশাদসহ আটটি স্টেশনে কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস জরুরি সেবা সূত্রের বরাতে জানিয়েছে, ট্রেনের বগিতে শনাক্ত করা যায়নি এমন একটি ডিভাইসের বিস্ফোরণ ঘটে। উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ এক বিবৃতিতে জানিয়েছেন, এ বিস্ফোরণের বিষয়ে রাষ্ট্রপ্রধানকে অবগত করা হয়েছে। পুতিন নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। ৩ এপ্রিল (সোমবার) সকালেই পুতিন সেন্ট পিটার্সবার্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্তু হামলার সময় তিনি সে শহরে ছিলেন কিনা তা জানা যায়নি।
প্রসঙ্গত, ২০১০ সালে মস্কোয় মেট্রো ট্রেনে দুই নারীর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়।
সূত্র: বিবিসি ও তাস