মন্ত্রিসভায় রূপা গাঙ্গুলী

প্রকাশ | ২৬ মার্চ ২০১৭, ১৭:১৩ | আপডেট: ২৬ মার্চ ২০১৭, ১৭:১৯

অনলাইন ডেস্ক

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সাফল্য পেতে পশ্চিমবঙ্গের জনপ্রিয় রাজনীতিবিদ ও অভিনেত্রী রূপা গাঙ্গুলীকে মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। 

রাজ্য বিজেপি সূত্রের উদ্ধৃতি দিয়ে কলকাতা টুয়েন্টিফোর এর এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও ২০১৯-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এখন থেকেই তৃণমূল নেতাদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই পশ্চিমবঙ্গে দলের কর্মী-সমর্থকদের মনোবল চাঙা করতে বাবুল, আলুওয়ালিয়া ছাড়াও রূপাকে মন্ত্রী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গের আসানসোলের বিজেপির এমপি বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রী। দার্জিলিংয়ের সাংসদ এস এস আলুওয়ালিয়া কেন্দ্রীয় কৃষি মন্ত্রী হিসাবে কাজ করছেন। অন্যদিকে, বিজেপি নেতা রূপা গাঙ্গুলী বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন।