১৫ শিক্ষার্থীর পা পুড়িয়ে দিলেন শিক্ষক
প্রকাশ | ১৪ জুন ২০১৬, ১৭:৩০
অনলাইন ডেস্ক
পড়াশোনায় ভালো না করায় ভারতের তামিল নাডু রাজ্যের ভিল্লাপুরাম জেলায় ১৫ শিক্ষার্থীর পা পুড়িয়ে দিয়েছেন এক নারী শিক্ষক। খবর এনডিটিভির।
ক্যামফোর রাসায়নিক চতুর্থ শ্রেণির শিশুদের পায়ে ঢেলে পুড়িয়ে দেন বৈজয়ন্তিমালা নামে ঐ শিক্ষক। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার নরেন্দ্র কুমার বলেন, “জুভেনাইল জাস্টিস অ্যাক্টের আওতায় আমরা উনাকে গ্রেপ্তার করেছি”।
গ্রেপ্তারকৃত বৈজয়ন্তিমালাকে ২৪ জুন পর্যন্ত জুডিশিয়াল কাস্টডিতে রাখার আদেশ দিয়েছে স্থানীয় একটি আদালত।
এদিকে বৈজয়ন্তিমালা ও যে স্কুলে শিক্ষকতা করতেন সেই স্কুলের প্রধানশিক্ষককে বরখাস্ত করেছে শিক্ষা বিভাগ।